ছবি সংগৃহীত
ফরিদপুরের সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে ‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’ গানের সঙ্গে ছাত্রীদের নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত রোববার বিদ্যালয়ে ২০ সেকেন্ডের ভিডিওটি ধারণ করা হলেও আজ শনিবার সেটি প্রকাশ্যে আসে।ওইদিন সকালে বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিযোগিতার উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা।
প্রতিযোগিতার পাঁচদিন পর গতকাল শনিবার ওই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠান মঞ্চের সামনে উল্লাস করছে ছাত্রীরা। আর অনুষ্ঠানের মাইকে বাজছে ‘এসেছে এসেছে আবার ইলেকশন, জিতবে নৌকা জিতবে জনগণ; ১৬ কোটি মানুষের একটাই ডিসিশন, জিতবে নৌকা নাই কোনো টেনশন; জয় বাংলা, জিতবে এবার নৌকা।’
এদিকে, এই ঘটনা তদন্তে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পাপড়ি বাড়ৈকে প্রধান করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।
এ নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা বেগম বলেন, ‘ওইদিন দুপুরে টিফিনের সময় মেয়েরা স্কুল মাঠে আনন্দ করছিল। এই সময় মাইকে অন্য গান বাজছিল। হঠাৎই তখন ওই গানটি মাইকে বেজে ওঠে। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক ওই গানটি বন্ধ করে দেওয়া হয়।’
প্রধান শিক্ষিকা বলেন, তদন্ত প্রতিবেদন পেলে পরবর্তীতে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।