ঢাকা,  রোববার  ০২ ফেব্রুয়ারি ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

ভোলার মেঘনায় জলদস্যুদের গুলিতে জেলে নিহত, আহত তিনজন

মোঃ সামিরুজ্জামান

প্রকাশিত: ০১:২৪, ২ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ০১:২৫, ২ ফেব্রুয়ারি ২০২৫

ভোলার মেঘনায় জলদস্যুদের গুলিতে জেলে নিহত, আহত তিনজন

ছবি:নিউজ জার্নাল ২৪

ভোলার মেঘনা নদীতে জলদস্যুদের গুলিতে এক জেলে নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে ভোলার মেঘনার ভাংতির খাল পয়েন্টে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্যমতে, রাতের আঁধারে নদীতে মাছ ধরার সময় একদল জলদস্যু আকস্মিকভাবে জেলেদের ট্রলারের ওপর আক্রমণ চালায়। দস্যুরা ট্রলারে উঠতে চাইলে জেলেরা বাধা দেয়। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং জলদস্যুরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান হাসান (৩০) নামে এক জেলে। এসময় আব্বাস, কাঞ্চন ও সোহেল নামে আরও তিনজন গুরুতর আহত হন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ও আহত জেলেরা ভোলা সদর উপজেলার বাংলাবাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে মেঘনা নদীতে জলদস্যুদের উৎপাত বেড়ে গেছে। প্রায়ই রাতে ডাকাতির ঘটনা ঘটছে, যা জেলেদের জীবিকা নির্বাহকে কঠিন করে তুলেছে। মাছ ধরতে গিয়ে আতঙ্কের মধ্যে সময় কাটাতে হচ্ছে তাদের।

ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ, নৌ পুলিশ ও কোস্টগার্ডের তিনটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করে। ভোলা নৌ পুলিশের ইনচার্জ মো. শাহিন জানান, দস্যুদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে অভিযান চালানো হচ্ছে।

এদিকে, জলদস্যুদের হঠাৎ সক্রিয় হয়ে ওঠায় সাধারণ জেলেদের মাঝে ভয় ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন