ঢাকা,  রোববার  ০২ ফেব্রুয়ারি ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

রংপুরে আত্মীয়ের বাসা থেকে সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান গ্রেফতার

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ২৩:১৯, ৩০ জানুয়ারি ২০২৫

আপডেট: ২৩:১৯, ৩০ জানুয়ারি ২০২৫

রংপুরে আত্মীয়ের বাসা থেকে সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান গ্রেফতার

ফাইল ছবি

সাবেক সমাজকল্যাণমন্ত্রী লালমনিরহাট আওয়ামী লীগ নেতা নুরুজ্জামান আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে তাকে রংপুর নগরীর সেন্ট্রাল রোড এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মজিদ আলী।

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে জানা যায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ রংপুর নগরীর সেন্ট্রাল রোড এলাকায় অবস্থিত ডাকঘরের পেছনে একটি গলির মধ্যে তার নিকট আত্মীয়ের বাসায় আত্মগোপন করে আছেন। বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশ আজ বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে সেন্ট্রাল রোড এলাকার তার আত্মীয়ের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, সাবেক এ মন্ত্রীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট এস এম মুন্না হত্যায় অভিযোগ আনা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার তিনি এক নম্বর আসামি। নিহত মুন্নার বাবা আব্দুল মজিদ বাদী হয়ে কোতোয়ালি মেট্রোপলিটন থানায় মামলাটি করেন।

এ ছাড়া নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে লালমনিরহাট জেলার আদিতমারীসহ বিভিন্ন থানায় আরও ৮টি মামলা রয়েছে।

এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী জানান, সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে আপাতত মুন্না হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে আরও মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন