ছবি সংগৃহীত
দিনাজপুরের হিলিতে নারী ফুটবল টুর্নামেন্ট আয়োজন করায় আয়োজক কমিটি ও তৌহিদী জনতার সংঘর্ষ হয়েছে। এতে সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকালে হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের বাওনা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
খেলার আয়োজকদের সূত্র জানা যায়, স্থানীয় টি–স্টার ক্লাবের উদ্যোগে প্রায় দেড় মাস ধরে তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে টিনের বেড়া দিয়ে ফুটবল টুর্নামেন্ট চলছে। প্রতিটি ম্যাচে দর্শকদের মাটিতে বসে খেলা দেখার জন্য ৩০ টাকা ও চেয়ারে বসে দেখার জন্য ৭০ টাকায় টিকিট বিক্রি করা হচ্ছিল।
আগামীকাল বুধবার জয়পুরহাট ও রংপুর নারী ফুটবল দলের মধ্যে একটি খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দেড় মাসের মধ্যে আগামীকাল প্রথম নারীদের ম্যাচটি আয়োজন করা হয়।
ভাঙচুরের বিষয়ে টি–স্টার ক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামিউল হাসান ইমন বলেন, ‘আগামীকাল বুধবার বিকেলে জয়পুরহাট–রংপুর নারী ফুটবল দলের খেলা ছিল। আজ আসরের নামাজের পর মুসল্লিরা খেলার মাঠে হামলা চালিয়ে টিনের বেড়া ভেঙে দিয়েছে। এতে লক্ষাধিক টাকার টিন নষ্ট হয়েছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক তিলকপুর বাজারের দুজন স্থানীয় ব্যক্তি বলেন, টি–স্টার ক্লাবের কর্মকর্তারা উচ্চবিদ্যালয় মাঠ টিন দিয়ে ঘিরে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। দর্শকদের ৩০ ও ৭০ টাকার টিকিট কেটে ফুটবল খেলা দেখতে হয়। এ নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ ছিল। সম্প্রতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাঠে টিনের বেড়া অপসারণ করতে এসে দর্শক ও আয়োজকদের রোষানলে পড়েছিলেন। এ ঘটনায় একজন গ্রাম পুলিশ আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
ওই দুই বাসিন্দা আরও বলেন, আগামীকাল বুধবার নারী দলের ফুটবল খেলার আয়োজনের কথা আয়োজকেরা প্রচার করেন। এতে মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাঁরা আজ আসরের নামাজের পর তিলকপুর রেলস্টেশনের সামনে স্বাধীনতা চত্বরে জড়ো হন। এরপর তাঁরা সেখান থেকে গিয়ে খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর করেন।
এদিকে তৌহিদি জনতার পক্ষ থেকে বলা হয়েছে, নারীদের খেলাধূলা ‘হারাম’। তাই তারা খেলা বন্ধ করতে যাচ্ছিলেন। কিন্তু তাদের ওপর আয়োজকরা হামলা করে।
হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নিয়ামত উল্লাহ বলেন, খেলার জন্য পুলিশ এবং প্রশাসনের কাছে অনুমতি নেওয়া হয়নি। পুলিশ এবং প্রশাসন খেলা বন্ধের জন্য উপস্থিত ছিলো।
তিনি বলেন, আমার তৌহিদি জনতাকে নিরাপদ দূরত্বে রেখে খেলা বন্ধ করতে গিয়েছিলাম। খেলা বন্ধ করতে আমরা তাদের কাছে ১০ মিনিট সময় নিয়েছিল। কিন্তু কিছু লোক তৌহিদি জনতার ওপর হামলা করে বসে।