ঢাকা,  বুধবার  ২২ জানুয়ারি ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

রাস্তার পাশে ১০ ব্যাগ হাত বোমার সন্ধান

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১৩:৪২, ১১ নভেম্বর ২০২৪

রাস্তার পাশে ১০ ব্যাগ হাত বোমার সন্ধান

ছবি সংগৃহীত

শরীয়তপুরে রাস্তার পাশে ছড়িয়ে ছিটিয়ে রাখা ১০ ব্যাগ হাত বোমার সন্ধান পাওয়া গেছে। বোমা শনাক্ত ও উদ্ধারে ঘটনাস্থলে কাজ করছে সেনাবাহিনী ও পুলিশ বোমা নিষ্ক্রিয়কারী দল।

আজ (১১ নভেম্বর) সোমবার সকালে শরীয়তপুরের ডামুড্যায় রাস্তার পাশে ব্যাগভার্তি এসব হাতবোমা পড়ে থাকতে দেখা গেছে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

আজ সকালে ওই এলাকায় ১০টি হাতব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এসময় একটি ব্যাগের ভেতরে বেশ কিছু বোমাসদৃশ বস্তু দেখে পুলিশে খবর দেন তারা।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। বোমা শনাক্ত ও উদ্ধারে ঘটনাস্থলে কাজ করছে সেনাবাহিনী ও পুলিশ বোমা নিষ্ক্রিয়কারী দল।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন