ঢাকা,  বুধবার  ২২ জানুয়ারি ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলা, এক যুগ পর মামলা

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ০২:০৯, ৯ নভেম্বর ২০২৪

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলা, এক যুগ পর মামলা

ছবি সংগৃহীত

পটুয়াখালীতে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলার ঘটনায় এক যুগ পর মামলা হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় পটুয়াখালী সদর থানায় মেহেদী হাসান জীবন নামে একজন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এতে সদর উপজেলার বদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তা মিয়াকে প্রধান আসামি এবং ৫৭ জনকে নামধারী আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৫ অক্টোবর বদরপুর বাজারের দলীয় কর্মসূচি শেষে শহরে ফেরার পথে শিয়ালী বাজার এলাকায় সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এবং বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলা করেন তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এতে ইটবাড়িয়া ইউনিয়নের তিনিবারের চেয়ারম্যান ও জেলা কৃষকদলের সভাপতি এস এম আব্দুর রব হাওলাদার, ইউনিয়ন যুবদলের সহসভাপতি মোহন সিকদার, যুবদলের সদস্য দেলোয়ার হোসেন ও শফিক টেইলার গুরুতর আহত হন।

এ ঘটনায় প্রায় এক যুগ পর বদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের তৎকালীন সভাপতি মুক্তা প্রধান আসামি এবং ৫৭ জনকে নামধারী, এ ছাড়াও ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার বাদী মেহেদী হাসান জীবন বলেন, ২০১৩ সালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে মুক্তা মিয়ায়ার নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেন। হামলায় আমার বাবা গুরুতর আহত হন। তখন বাবার চিকিৎসা ঠিকভাবে করাতে পারিনি। এই ফ্যাসিস্ট সরকারের আমলে যেখানে বাবার চিকিৎসাই করাতে পারিনি সেখানে বিচার পাওয়া তো দূরের কথা। ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার বিতাড়িত হওয়ায় দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হইছে, তাই বিচার পাওয়ার আসায় আমি মামলা করেছি।

মামলার বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ মাহমুদ বলেন, ২০১৩ সালে একটা হামলার ঘটনায় সদর থানায় মেহেদী হাসান জীবন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে থানা পুলিশ কাজ করছে।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন