ঢাকা,  বুধবার  ২২ জানুয়ারি ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

কেরানীগঞ্জে রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজনের মৃত্যু

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ২৩:১৯, ৫ অক্টোবর ২০২৪

কেরানীগঞ্জে রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজনের মৃত্যু

ছবি সংগৃহীত

বাসের ধাক্কায় থেমে থাকা একটি ভ্যান পাশের রেস্টুরেন্টের চুলায় গিয়ে পড়ে সিলিন্ডার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার কেরানীগঞ্জের রামেরকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ভ্যানে সজোরে ধাক্কা দেয় একটি বাস। এতে ভ্যানটি গিয়ে পড়ে রাস্তার পাশে থাকা টিনশেড একটি রেস্টুরেন্টের রান্নাঘরে। ভ্যানের আঘাতে সেখানে চুলার আগুন ছড়িয়ে পরে এবং গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার শাহজাহান মিয়া জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন লাগার খবর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন বলেন, এই অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজন মারা গেছেন।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন