ঢাকা,  মঙ্গলবার  ০৩ ডিসেম্বর ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

ঘূর্ণিঝড় রেমাল: ভোলায় ঘরচাপায় নারীর মৃত্যু

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৯, ২৭ মে ২০২৪

ঘূর্ণিঝড় রেমাল: ভোলায় ঘরচাপায় নারীর মৃত্যু

ছবি সংগৃহীত

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভোলায় ঘরচাপা পড়ে মনেজা খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ভোলার লালমোহনের পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরউমেদ গ্রামের তেলী বাড়ির আব্দুল কাদেরের স্ত্রী।

সোমবার (২৭ মে) সকাল সোয়া ৮টার দিকে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, ওই নারী ও তার এক নাতী ঘরে ঘুমিয়েছিলেন। ভোর আনুমানিক ৪টার দিকে ঝড়ো বাতাসে টিনের ঘর ভেঙে চাপা পড়ে তিনি ঘটনাস্থলে মারা যান। তবে তার নাতীর কোনো ক্ষতি হয়নি।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন