ঢাকা,  বুধবার  ২২ জানুয়ারি ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

শাহ আমানত বিমানবন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণা

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৩, ২৬ মে ২০২৪

শাহ আমানত বিমানবন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণা

ফাইল ছবি

ঘূর্ণিঝড় রেমালের আঘাতের আশঙ্কায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।

আবহাওয়া অধিদফতর ৯ নম্বর মহাবিপৎসংকেত জারির পর রোববার (২৬ মে) সকালে এ সিদ্ধান্ত নিয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ বলেন, দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত সকল ধরনের ফ্লাইট অপারেশনসহ সার্বিক কার্যক্রম বন্ধ থাকবে। এরপর আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সেক্ষেত্রে অপারেশন বন্ধের মেয়াদ বাড়তে পারে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, রোববার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত সময়ের মধ্যে বাংলাদেশেল পটুয়াখালীর খেপুপাড়া ও ভারতের পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ উপকূলে আঘাত হানতে পারে রেমাল। উপকূলে আছড়ে পড়ার সময়ও এটি প্রবল ঘূর্ণিঝড় আকারেই থাকতে পারে। এ সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন