ঢাকা,  বুধবার  ২২ জানুয়ারি ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৯, ২৫ মে ২০২৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

ছবি সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর এলাকায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে।

শনিবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের মুহুরী বটতলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আবদুল মোতালেব টুকু (৭০) ও মোহাম্মদ আবছার (৫৫)। টুকুর বাড়ি হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া এলাকায়; আর আবছারের বাড়ি একই উপজেলার ধলই ইউনিয়নের মুনিয়া পুকুরপাড় এলাকায়।

নাজিরহাট হাইওয়ে পুলিশের ওসি মফিজ উদ্দিন ভুঁইয়া বলেন, “আঞ্চলিক মহাসড়কে একটি বাস পেছন থেকে সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী মারা গেছেন।

“এ ঘটনায় অটোরিকশায় আহত আরও দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।”

ঘটনার পর স্থানীয়রা বাসটি থেকে একজনকে আটক করেছে। তবে ওই ব্যক্তি বাসের চালক নাকি সহকারী তা নিশ্চিত হওয়া যায়নি।

ওসি মফিজ উদ্দিন ভুঁইয়া বলেন, “জনতা উত্তেজিত ছিল। তাই আটক ব্যক্তিকে আমাদের হেফাজতে নিয়ে থানায় পাঠানো হয়েছে।”

ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করেছে পুলিশ; অটোরিকশাটিকেও জিম্মায় নিয়েছে।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন