ঢাকা,  বুধবার  ২২ জানুয়ারি ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

জামালপুরে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কা, কনস্টেবল নিহত

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১:২৪, ৩ ডিসেম্বর ২০২৩

জামালপুরে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কা, কনস্টেবল নিহত

জামালপুরে রেলক্রসিং অতিক্রম করা সময় দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ধাক্কায় পুলিশের একটি ভ্যান দুমড়ে-মুচড়ে গেছে। এতে আহসানুল হক নামে এক কনস্টেবল নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেকজন।

রোববার (৩ ডিসেম্বর) ভোর ৪টা ৪৫ মিনিটে শহরের শেখেরভিটা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রেন দুর্ঘটনায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন