ঢাকা,  বুধবার  ২২ জানুয়ারি ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

পশ্চিমা গোষ্ঠী শেখ হাসিনাকে কাবু করতে পারবে না : খালিদ মাহমুদ চৌধুরী

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ২৩:৫৬, ২৬ আগস্ট ২০২৩

পশ্চিমা গোষ্ঠী শেখ হাসিনাকে কাবু করতে পারবে না : খালিদ মাহমুদ চৌধুরী

ছবি সংগৃহীত

আমেরিকা, ইউরোপ ও পশ্চিমা গোষ্ঠী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাবু করতে পারবে না বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ‘দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শেখ হাসিনা বাংলাদেশের মানুষের হৃদয়ের মধ্যে আছেন। যারা শেখ হাসিনাকে কাবু করতে চায়, যারা শেখ হাসিনাকে টেনে ধরতে চায়, আগামী নির্বাচনে তাদের ব্যালটের মাধ্যমে জনগণ জবাব দেবে।’

শনিবার (২৬ আগস্ট) সকাল ১০টায় দিনাজপুর জেলায় বিআইডব্লিউটিএ’র অফিস ভবন, তুলাই নদীতে রাবার ড্যাম ও পুনর্ভবা নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী।

বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিআইডব্লিউটিএ’র সদস্য (প্রকৌশল) ড. একেএম আজাদুর রহমান, দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ, দিনাজপুরের অতিরিক্ত পুলিশ মমিনুল করিম, বিরল পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সবুজার সিদ্দিক সাগর ও সাধারণ সম্পাদক রমা কান্ত রায় প্রমুখ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন