ঢাকা,  বুধবার  ২২ জানুয়ারি ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

পটুয়াখালীতে শেখ রাসেল স্মৃতি ডে-নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫৩, ২৭ জুন ২০২৩

পটুয়াখালীতে শেখ রাসেল স্মৃতি ডে-নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বিজয়ী দল ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ,বিশেষ অতিথি সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

পটুয়াখালীর বিসিক শিল্প নগরীর  মাঠে শেখ রাসেল স্মৃতি ডে-নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৬ জুন) সন্ধ্যায় পটুয়াখালী পৌরসভাধীন বিসিক শিল্পনগরীতে মাঝগ্রাম চ্যালেঞ্জার একাডেমীর আয়োজনে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফারুক স্মৃতি একাদশ বনাম ফ্রেন্ড সিকচার্স একাডেমি দলের মধ্যকার ফাইনাল খেলায় ১-০ গোলে জয় পেল ফারুক স্মৃতি একাদশ দল।

পটুয়াখালী পৌরসভার কাউন্সিলর মতিন মাহামুদ জাহিদ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জনাব এবিএম শাহজাহান পারভেজ ভূঁইয়া,সাধারণ সম্পাদক,পটুয়াখালী সদর উপজেলা আওয়ামীলীগ, জনাবা নাজিরা ইসলাম রিয়া মনি, কাউন্সিলর৭,৮ ও ৯নং ওয়ার্ড, পটুয়াখালী পৌরসভা, জনাব মোঃ সাইফুল ইসলাম সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, পটুয়াখালী জেলা শাখা, জনাব মেহেদী হাসান রাহাত, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, জনাব তামহীদ খান তিশাদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক।এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় গণ‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বিজয়ী দল ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ,বিশেষ অতিথি সহ অন্যান্য ব্যক্তিবর্গ। 

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন