ঢাকা,  বুধবার  ২২ জানুয়ারি ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

লরিতে পিকআপের ধাক্কা, স্বামী-স্ত্রীসহ নিহত ৩

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১২:০২, ১ জুন ২০২৩

লরিতে পিকআপের ধাক্কা, স্বামী-স্ত্রীসহ নিহত ৩

ছবি সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর কাজিরদিঘী এলাকায় সড়ক দুর্ঘটনায় স্বামী ও স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন দুইজন। 

বুধবার (৩১ মে) রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুমিল্লার রামকৃষ্ণপুর সোয়ারামপুর এলাকার শিমুল ও তার স্ত্রী ইয়াসমিন। এছাড়া একজনের পরিচয় জানা যায়নি।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, চট্টগ্রাম থেকে পিকআপ ভ্যানে বাসার মালামাল নিয়ে কুমিল্লায় যাচ্ছিলেন এক দম্পতি। পথে একটি মালবাহী লরিকে পেছন থেকে ধাক্কা দেয় পিকআপটি। এতে দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত উদ্ধার করে। আহত চারজনকে ফেনী জেনারেল হাসপাতালে নেয়া হলে আরো দু'জন মারা যান। মরদেহগুলো মর্গে রাখা হয়েছে।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন