ঢাকা,  বুধবার  ২২ জানুয়ারি ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ বসতঘরে, প্রাণ গেল মা-মেয়ের

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১১:০৬, ৩০ মে ২০২৩

নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ বসতঘরে, প্রাণ গেল মা-মেয়ের

ছবি সংগৃহীত

টাঙ্গাইলের ধনবাড়িতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে একটি বাড়িতে ঢুকে পড়ে। এতে ঘরের ভেতর ঘুমিয়ে থাকা মা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

সোমবার (২৯ মে) রাত ২টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার নল্লা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার নল্লা এলাকার গণেশ চন্দ্র রবি দাসের স্ত্রী ফুল রানী (৪২) ও মেয়ে রাধিকা রানী দাস (১২)।

ধনবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম জসিম উদ্দিন জানান, গভীর রাতে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে নল্লা এলাকার একটি বাড়িতে ঢুকে পড়ে। এতে মা ও মেয়ে ঘটনাস্থলে মারা যান। এ সময় গণেশ চন্দ্র গুরুতর আহত হন। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন