পটুয়াখালী পৌর শহরের মিঠা পুকুরপাড় এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩ মে) সন্ধ্যা ৬টার দিকে হারুন মুন্সি নামে এক ব্যবসায়ীর তেলের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় রাস্তার দুপাশের অর্ধশতাধিক দোকানপাট ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ও স্থানীয়দের প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।
ফায়ার সার্ভিস পটুয়াখালীর ওয়্যারলেস অপারেটর মো. ফারুক এ তথ্য জানান।
স্থানীয়দের বরাতে তিনি জানান, সন্ধ্যা ৬টার দিকে এলাকার লোকজন গোডাউনে ধোঁয়া দেখতে পান। এরপর মুহূর্তেই আগুন পুরো গোডাউনে ছড়িয়ে যায়। বিশেষ করে ঐ এলাকায় তেল ও গ্যাসের দোকান থাকায় আগুনের ভয়াবহতা বৃদ্ধি পায়। এ সময় কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়।
স্থানীয়রা জানায়, স্মরণকালে এমন ভয়াবহ অগ্নিকাণ্ড দেখেনি পটুয়াখালীবাসী। এদিকে সংস্কার করার লক্ষ্যে মিঠাপুকুর শুকিয়ে ফেলার কারণে পানির অভাবে আগুন নেভাতে দেরি হয়। ফলে ক্ষতির পরিমাণ বাড়ার আশঙ্কা করছেন তারা।
মো. ফারুক জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তারা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান।