ঢাকা,  বুধবার  ২২ জানুয়ারি ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

শেরপুরে স্ত্রীকে হত্যার পর বিষপানে স্বামীর আত্মহত্যা

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১৯:৫২, ২৮ মার্চ ২০২৩

শেরপুরে স্ত্রীকে হত্যার পর বিষপানে স্বামীর আত্মহত্যা

ফাইল ছবি

শেরপুরে নিজ বসতঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের ফকিরগঞ্জ গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন ওই গ্রামের মো. শামসুল হক (৮৫) ও তার স্ত্রী ছয়েরা বেগম (৭৮)।

পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর বিষপানে আত্মহত্যা করে থাকতে পারেন শামছুল হক। পরে বিকেলে জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, সোমবার রাতে শামছুল ও তার স্ত্রী ঘরে ঘুমাতে যান। মঙ্গলবার সকাল ৮টার দিকে তাদের নাতি ডাকাডাকি করলেও তারা দরজা খোলেননি। এসময় দরজার ফাঁক দিয়ে ঘরে ঢুকে শামছুল ও ছয়েরা বেগমকে নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখেন নাতি। পরে তার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ছুটে আসেন। খবর পেয়ে দুপুর ১২টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের ছেলে মো. রফিকুল ইসলামের দাবি, শামসুল হক পারিবারিক কলহের কারণে কিছুদিন থেকে মানসিক ভারসাম্যহীন ছিলেন। স্ত্রী ছয়েরা বেগমের সঙ্গে তার ঝগড়া লেগেই থাকতো। এ নিয়ে দুই মাস আগে বাপের বাড়ি চলে যান ছয়েরা। এক সপ্তাহ আগে তিনি স্বামীর বাড়ি আসেন। এরপর থেকেই আবারও স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য শুরু হয়।

রফিকুল বলেন, বাবা মাঝেমধ্যেই মাকে মারধর করতেন। বাবাকে ডাক্তারের কাছে নিতে চাইলেও যেতেন না। কাল বাবা বলেছিলেন, রাতে আমি চিল্লায় যাব। আমি মরলে বাবার পাশে আমারে কবর দিস।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, নিহত শামছুলের মুখে বিষের গন্ধ পাওয়া গেছে। আর ছয়েরা বেগমের কানের ভেতর রক্ত দেখা গেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, স্ত্রীকে হত্যার পর বৃদ্ধ শামছুল বিষপানে আত্মহত্যা করে থাকতে পারেন।

তিনি বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় প্রাথমিকভাবে থানায় একটি অপমৃত্যু মামলা রুজুর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তে অন্য কিছু বের হয়ে এলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, নিহত স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া ও মনোমালিন্য ছিল বলে জানা গেছে। এ ঘটনায় আপাতত অপমৃত্যুর মামলা নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন