ঢাকা,  বুধবার  ২২ জানুয়ারি ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

এবার মঞ্চ ভেঙে পড়ে গেলেন ব্যারিস্টার সুমন

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৫, ১৯ মার্চ ২০২৩

এবার মঞ্চ ভেঙে পড়ে গেলেন ব্যারিস্টার সুমন

ছবি সংগৃহীত

মঞ্চ ভেঙে হুড়মুড়িয়ে পড়ে গেছেন সামাজিক মাধ্যমের আলোচিত মুখ ব্যারিস্টার সায়েদুল হক সুমন। মুন্সীগঞ্জে খেলাধুলা বিষয়ক এক অনুষ্ঠানে আলোচনা রাখার সময় হঠাৎ মঞ্চ ভেঙে যায়।  এসময় মঞ্চে উপস্থিত ব্যারিস্টার সুমনসহ সবাই হুড়মুড় করে পড়ে যান।

রবিবার (১৯ মার্চ) বিকাল ৫টার দিকে  টঙ্গীবাড়ী উপজেলার সোনারং পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। তবে  এ ঘটনায় কেউই আহত হননি বলে জানা গেছে। তিনি মুন্সীগঞ্জে ফুটবল খেলতে এসে বক্তব্য দিচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাঠে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম মুন্সিগঞ্জ রিপোর্টার ইউনিটির প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে মঞ্চে বক্তব্য রাখছিলেন ব্যারিস্টার সুমন। এসময় উৎসুক জনতার একাংশ মঞ্চে উঠে গেলে মঞ্চটি ভেঙে পড়ে। তবে কেউই হতাহত হননি।

 

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন