ঢাকা,  বুধবার  ২২ জানুয়ারি ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে, পুড়লো ১১ নম্বরের সব ঘর

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৬, ৫ মার্চ ২০২৩

রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে, পুড়লো ১১ নম্বরের সব ঘর

ছবি সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনের ঘটনা ঘটেছে। রোববার (৫ মার্চ) বিকেল তিনটার দিকে ক্যাম্পের বি ব্লকের ৯, ১০, ১১ ও ১২ নম্বর ক্যাম্পে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ওই আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক অতীষ চাকমা জানিয়েছেন, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। তবে ক্যাম্প বি ব্লকের ক্যাম্প ১১ এর সব কয়টি রোহিঙ্গা বসতি পুড়ে গেছে। 

আগুন আর ছড়ানোর সুযোগ নাই দাবি করে তিনি বলেন, আগুন হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে শরণার্থী বিষয়ক কমিশনার মিজানুর রহমান বলেছেন, বিকেল তিনটার দিকে তিনটি ক্যাম্পে আগুনের সূত্রপাত হয়। প্রায় আড়াই ঘণ্টায় আগুনে বড় ধরণের ক্ষতি হয়েছে। 

বিকেলের দিকে আগুনের সূত্রপাত হয় জানিয়ে তিনি বলেন, যে সব রোহিঙ্গা নিরাপদে চলে গেছেন তাদের সহযোগিতা করা হচ্ছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন