ঢাকা,  বুধবার  ২২ জানুয়ারি ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

নিজ বাড়ি থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ২১:৫২, ২৭ ফেব্রুয়ারি ২০২৩

নিজ বাড়ি থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

ছবি প্রতিকী

 

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় নিজ বাড়ি থেকে মোয়াজ্জেম হোসেন (৫৯) নামের এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নবগ্রাম এলাকার নিজ বাড়ি থেকে মোয়াজ্জেম হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।

মোয়াজ্জেম হোসেন ওই এলাকার মৃত জেকাত আলীর ছেলে। তিনি উল্লাপাড়া মডেল থানায় কর্মরত ছিলেন।

পুলিশের ধারণা, গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।

স্থানীয়রা জানান, মোয়াজ্জেম হোসেনের বড় ছেলে কানাডা প্রবাসী। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল থেকেই বাবাকে ফোন করেও পাচ্ছিলেন না তিনি। ওই দিন মোয়াজ্জেম হোসেনের স্ত্রী হেনা পারভীন বাড়িতে ছিলেন না। পরে ছেলের কথায় দ্রুত শাহজাদপুর থেকে বাড়িতে ফিরে স্বামীর মরদেহ দেখতে পান। 

এ বিষয়ে পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল জানান, নিহত পুলিশ সদস্য মোয়াজ্জেম হোসেনের চাকরিও প্রায় শেষের দিকে ছিল। রোববার রাতে বাসায় কেউ ছিলেন না। তবে তার হত্যাকাণ্ডের পেছনে পূর্ব শত্রুতা নাকি পারিবারিক কলহ তা পুলিশ তদন্ত করছে। 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন