ঢাকা,  বুধবার  ২২ জানুয়ারি ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কিশোরগঞ্জে সাজ সাজ রব

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

প্রকাশিত: ১০:১৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৩

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কিশোরগঞ্জে সাজ সাজ রব

কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাসের উদ্বোধন করবেন তিনি। দুপুরে কামালপুরে রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে মধ্যাহ্নভোজের পর বিকেলে আওয়ামী লীগের জনসভায় যোগ দেবেন। সেখানে বক্তব্য দেবেন।

দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে হাওর অধ্যুষিত তিন উপজেলাসহ আশপাশের অঞ্চলগুলোতেও বইছে উৎসবের আমেজ। চারদিকে যেন সাজ সাজ রব। জোরেশোরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

বীর মুক্তিযোদ্ধা আ. হামিদ সেনানিবাস উদ্বোধনের পাশাপাশি হাওরের উন্নয়ন কর্মকাণ্ড নিজ চোখে দেখার জন্যই প্রধানমন্ত্রীর এ সফর বলে দাবি স্থানীয় নেতাকর্মীদের।

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক বলেন, শেখ হাসিনার নেতৃত্বে হাওরের যে যুগান্তকারী উন্নয়ন সাধিত হয়েছে, আমাদের চাওয়া তিনি নিজ চোখে একবার দেখে যান। গত ২৫বছর আগে তিনি যখন এসেছিলেন তখন জেলা শহর থেকে রিকশা আনতে হয়েছিল, এখন প্রধানমন্ত্রীর পুরো গাড়ি বহরই আসতে পারবে রাস্তা ধরে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওর উপজেলা মিঠামইনে সর্বশেষ সফর করেছিলেন ১৯৯৮ সালে। দীর্ঘ দুই যুগের বেশি সময় পর তার আগমন যেন হাওরবাসীর আনন্দের শেষ নেই।

সরেজমিন ঘুরে দেখা যায়, স্থানীয় হ্যালিপ্যাড মাঠে তৈরি হয়েছে বিশাল মঞ্চ। রাস্তা ধরে কিছুটা এগুলেই চোখে পড়বে সারি সারি তোরণ ও স্বাগত ব্যানার। নেতাকর্মীরাও যেন তুমুল ব্যস্ত, চলছে দফায় দফায় সভা। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মিঠামইনবাসীও প্রস্তুত। সাধারণ মানুষ অপেক্ষার প্রহর গুনছেন, তাদের উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একনজর দেখতে চান কাছ থেকে।

মূল প্যান্ডেল কানায় কানায় পূর্ণ হয়েও অলওয়েদার রোডসহ বিভিন্ন স্থানে লক্ষাধিক মানুষের ঢল হবে বলে দাবি মিঠামইন সদর ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফ কামালের।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন