ফাইল ছবি
মেহেরপুরের গাংনী উপজেলায় ছেলের বটির কোপে আফেল উদ্দীন (৫৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
খবর পেয়ে শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আফেল উপজেলার হাড়ভাঙা গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সকালে নিজ বাড়িতে বসে ছিলেন বৃদ্ধ আফেল উদ্দীন। এ সময় ছেলে সুজন এসে তরকারি কাটার বটি দিয়ে আকস্মিক পেছন থেকে ঘাড়ে কোপ দেন। ঘটনাস্থলেই আফেল মারা যান। প্রতিবেশীরা সুজনকে ধরতে গিয়েও ব্যর্থ হন। তবে নিহতের পরিবারের দাবি, সুজন জন্মগতভাবে মানসিক ভারসম্যহীন।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। পাশাপাশি সুজনকে গ্রেফতারে চেষ্টা চলছে।