ছবি সংগৃহীত
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) ৬ সদস্যকে আটক করা হয়েছে।
র্যাব ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা শিবিরে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে ৬ জনই মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরসার সক্রিয় সদস্য বলে জানা যায়।
আটকরা হলেন- মোহাম্মদ আরব (২৪), মোহাম্মদ নূরু (৩১), মোহাম্মদ ইউনুছ (৩০), হারুন (২৮), হাফিজুল আমিন (২৫), মো. মীর কাশিম ও মীর হোসেন (২২)।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, উখিয়ার পালংখালী ইউনিয়নের ময়নারঘোনা ক্যাম্প-১৮ এর মূল ব্লক-ই এর এম-১৮ সাব ব্লকে রোহিঙ্গা আবুল ফয়েজের দোকানের সামনে অস্ত্র-গুলিসহ আরসার সক্রিয় সদস্যরা অবস্থান করছে- গোপন সূত্রে এমন খবর পেয়ে রাতে র্যাব ও এপিবিএনের একটি যৌথ দল সেখানে অভিযান চালায়। কয়েকজন পালানোর চেষ্টা করলে ৬ জনকে আটক করা হয়।
ওই কর্মকর্তা আরও জানান, অভিযানে তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরী ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।