ঢাকা,  শনিবার  ২৩ নভেম্বর ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

পটুয়াখালী সেতুর পয়েন্ট থেকে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি গ্রেফতার

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ২১:০৬, ২২ ফেব্রুয়ারি ২০২৩

পটুয়াখালী সেতুর পয়েন্ট থেকে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি  গ্রেফতার

ছবি সংগৃহীত

পটুয়াখালী সেতুর টোল পয়েন্ট থেকে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি মনির হোসেন পেদা ও ইউসুফ  কাজীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।  আজ বুধবার ভোটার সাড়ে চারটায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিবি পুলিশের একটি টিম তাদেরকে গ্রেফতার করে।    গ্রেফতারকৃতদের বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলার আঠারোগাছিয়া এলাকায়।  
পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর একেএম আজমল হুদা জানান, গতরাতে ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে আসা 'আল মামুন' যাত্রীবাহী বাসে ওই দুই মাদককারবারি আসছিলেন।  গোপন সংবাদের ভিত্তিতে সাব ইন্সপেক্টর সম্বিত রায়ের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল পটুয়াখালী সেতুর টোল পয়েন্টে অবস্থান নেয়। বাসটি ঘটনাস্থলে পৌঁছলে মনির হোসেন পেদা ও ইউসুফ কাজীর সাথে থাকা দুটি কাপড়ের ব্যাগ তল্লাশি করে  ভিতর থেকে পাঁচ কেজি করে মোট ১০ কেজি গাজা উদ্ধার করে। উদ্ধারকৃত গাজার  বাজার মূল্য চার লাখ টাকা। 
ডিবি ওসি আরো জানান, আটক দুই ব্যক্তি চিহ্নিত  কারবারি। এরা পটুয়াখালীর খুচরা গাজা বিক্রেতাদের কাছে সরবরাহ করে আসছিল।  মনির হোসেন পেদার বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় ২০১৮ সনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে যা বিচারাধীন রয়েছে।  আজকের গাজা উদ্ধারের ঘটনায় পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।  
গ্রেফতারকৃত দুই মাদককারবারি মনির হোসেন পেদা আমতলি উপজেলার আঠারোগাছিয়া এলাকার মৃত সত্তার পেদার ছেলে এবং ইউসুফ কাজী একই এলাকার মৃত কাশেম কাজীর ছেলে।   

বিজ্ঞাপন
বিজ্ঞাপন