ঢাকা,  বুধবার  ২২ জানুয়ারি ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

নদীতে টিকটক করতে গিয়ে প্রাণ হারালেন যুবক

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ২১:০৬, ২১ ফেব্রুয়ারি ২০২৩

নদীতে টিকটক করতে গিয়ে প্রাণ হারালেন যুবক

ছবি সংগৃহীত

টাঙ্গাইলে টিকটক করার সময় পৌলী নদীতে ডুবে অপু (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের নওগাঁ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত অপু টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের হাতিলা গ্রামের ফজর আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, বিকেলে হাতিলা থেকে পাঁচ থেকে ছয় যুবক নওগাঁ পৌলী নদীর পাড়ে টিকটক করতে আসেন।

এ সময় টিকটক করার জন্য সবাই একসঙ্গে নদীতে ডুব দেন। একপর্যায়ে অপু পানিতে তলিয়ে নিখোঁজ হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তার মরদেহ উদ্ধার করে।  

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইদ্রিস মিয়া বলেন, স্থানীয়রা হটলাইন নাম্বার থেকে কল করলে ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।  

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন