ঢাকা,  বুধবার  ২২ জানুয়ারি ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

ছেলের হাতে বাবা খুন

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৩, ১৭ ফেব্রুয়ারি ২০২৩

ছেলের হাতে বাবা খুন

ফাইল ছবি

বাগেরহাটের শরণখোলায় ছেলের হাতে খুন হয়েছে ৭৫ বছর বয়সী বাবা। নিহতের নাম মতিউর রহমান হাওলাদার।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর রাজাপুর জীবনদুয়ারী গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

এদিকে ঘটনার সঙ্গে জড়িত পুত্র আলাউদ্দিন হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত মতিউর রহমান হাওলাদার শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর রাজাপুর জীবনদুয়ারী গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে শরণখোলা থানা পুলিশ জানায়, সকালে আলাউদ্দিন হাওলাদার তার বাবার কাছে টাকা চান। টাকা দিতে রাজি না হওয়ায় আলাউদ্দিন তার বাবার উপর ক্ষিপ্ত হন। বকাবকি শুরু করেন। এক পর্যায়ে রান্না ঘর থেকে মশলা পেষা শিল (পুতা) এনে তার বাবার মাথা, হাত ও পায়ে আঘাত করেন। এতে ঘটনাস্থালেই মতিউর রহমান মারা যান। এসময় খবর পেয়ে স্থানীয়রা ছুঁটে গিয়ে ঘাতক ছেলে আলাউদ্দিনকে বেঁধে রেখে পুলিশের হাতে হস্তান্তর করেন।

নিহতের বড় ছেলে আবুল বাশার হাওলাদার বলেন, ভাই হলেও, আলাউদ্দিন আমার বাবার হত্যকারী। আমরা পারিবারিকভাবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

উত্তর রাজাপুর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. জাকির হোসেন খান বলেন, আলাদা বাড়ি করার জন্য দীর্ঘদিন ধরে আলাউদ্দিন তার বাবার কাছে টাকা চেয়ে আসছিলেন। নিজেকে বিয়ে দেওয়ার জন্যও মা-বাবাকে চাপ দিচ্ছিলেন আলাউদ্দিন। কিন্তু তার এসব দাবি মেনে না নেওয়ায় ক্ষোভে বাবাকে হত্যা করতে পারে বলে তাদের ধারণা।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, নিহতের মাথা, হাত ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন