ঢাকা,  বৃহস্পতিবার  ২১ নভেম্বর ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

বিচারকের ড্রাইভারকে ‘মারধর’, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নামে মামলা

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১৩:১৫, ১৬ ফেব্রুয়ারি ২০২৩

বিচারকের ড্রাইভারকে ‘মারধর’, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নামে মামলা

ফাইল ছবি

মাদারীপুর জেলা ও দায়রা জজের মাইক্রোবাসের ড্রাইভারকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরার বিরুদ্ধে মামলা হয়েছে।

জেলা জজের ড্রাইভার হাফিজুর রহমান বাদী হয়ে বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সরকারি কাজে বাধা এবং মারপিট করার অভিযোগ এনে এ মামলা করেন। মাদারীপুর সিনিয়র জুডিসিয়াল মো. ফয়সাল আল মামুন বাদীর অভিযোগ আমলে নিয়ে আদেশের জন্য অপেক্ষমান রেখেছেন।

মামলার বিবরণে জানা যায়, গত মঙ্গলবার রাতে পৌনে ৯টার দিকে মাদারীপুর সার্কিট হাউস থেকে জেলা জজের একটি মাইক্রোবাস বের হওয়ার সময় বিপরীত দিক থেকে কোনো ইন্ডিকেশন ছাড়াই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরার প্রাইভেট কার প্রবেশ করে।

এ সময় চালকের আসনে বসা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব বের হয়ে জেলা জজের ড্রাইভারকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে। পরে ড্রাইভারকে দুই ঘণ্টা আটকে রাখে।

মাদারীপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম আলমগীর হোসেন এসে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে।

আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাবুল আক্তার ও সিনিয়র আইনজীবী মোহাম্মদ জাফর আলী মিয়া জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে একজন বিচারকের ড্রাইভারকে মারধর করা এবং সরকারি কাজে বাধা দেয়ার ঘটনা কোনোভাবে পেশাদার আচরণ হতে পারে না। এ কারণে আমরা আইনের আশ্রয় নিয়েছি। আশা করি আদালত আমাদের ন্যায় বিচার করবেন।

অভিযোগের বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরা বলেন, ‘মামলার বিষয়ে এখনো কিছু আমি জানি না। ত‌বে আমি বুধবার সকা‌লে ওই চাল‌কের বিরু‌দ্ধে এক‌টি অভিযোগ দি‌য়ে‌ছিলাম, কিন্ত সেটা কেউ রি‌সিভ ক‌রে‌নি।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন