ঢাকা,  বুধবার  ২২ জানুয়ারি ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

বরিশালে বাসচাপায় বিক্রয় প্রতিনিধি নিহত

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১৪:০২, ১৪ ফেব্রুয়ারি ২০২৩

বরিশালে বাসচাপায় বিক্রয় প্রতিনিধি নিহত

ফাইল ছবি

বরিশাল নগরীতে বাস চাপায় মোটর সাইকেল আরোহী এক বিক্রয় প্রতিনিধির প্রাণ গেছে।

মঙ্গলবার সকালে কাশিপুর বাঁশতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বরিশাল ফায়ার সার্ভিসের (দক্ষিণ) স্টেশন অফিসার মো. বাহাউদ্দিন জানান।

নিহত রেজাউল ইসলাম রাহাত (৩১) নগরীর ৩ নম্বর ওয়ার্ড মতাশার এলাকার রহিম মল্লিকের ছেলে। রেজাউল একটি সিগারেট কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন।

ফায়ার সার্ভিস কর্মকর্তা বাহাউদ্দিন বলেন, গ্রীনলাইন পরিবহনের একটি বাস ঢাকা থেকে বরিশাল নগরীর নথুল্লাহবাদ টার্মিনালের দিকে যাচ্ছিল। পথে বিপরীতগামী মোটরসাইকেল অরোহী রেজাউলকে চাপা দেয়।

খবর পেয়ে তারা গিয়ে মোটর সাইকেল অরোহীকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আর দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও বাস পুলিশ উদ্ধার করে নিয়ে যায় বলে জানান বাহাউদ্দিন।

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের এসআই বিজয় বলেন, “হাসপাতালে আনার পর চিকিৎসক মোটরসাইকেল অরোহী রাহাতকে মৃত ঘোষণা করেন।”

এয়ারপোর্ট থানার এসআই শাহাবুদ্দিন বলেন, গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের নিচে চাপা পড়ে মোটর সাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। বাসটি উদ্ধার করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন