ঢাকা,  বুধবার  ২২ জানুয়ারি ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

ফরিদপুরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১৩:১৬, ৯ ফেব্রুয়ারি ২০২৩

ফরিদপুরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই

ফাইল ছবি

ফরিদপুরের মধুখালী উপজেলায় চালকের গলা কেটে হত্যা করে ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

নিহত ভ্যানচালক নয়ন শেখ (২৫) উপজেলার রায়পুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামের লুৎফর শেখের ছেলে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নয়নের মরদেহ উপজেলার রায়পুর ইউনিয়নের বকশীপুর রাস্তার পাশ থেকে উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নয়ন শেখ বুধবার বিকেলে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হন। তারপর আর বাড়িতে ফেরেননি। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়রা তার মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে রায়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাকির হোসেন বলেন, ছেলেটি আমার পরিচিত। খুব মিশুক ছিল। বুধবার বিকেলে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। বৃহস্পতিবার সকালে বকশীপুর প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে লোকজন খবর দেয়। পরে পুলিশকে জানানো হয়।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম  বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের যেকোনো সময় তাকে হত্যার পর ভ্যান ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ বিষয়ে পুলিশ কাজ করছে। বিস্তারিত তথ্য পরে জানানো যাবে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন