ঢাকা,  বুধবার  ২২ জানুয়ারি ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

চট্টগ্রামের বাঁশখালীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১৩:৫১, ৮ ফেব্রুয়ারি ২০২৩

চট্টগ্রামের বাঁশখালীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর

ছবি সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীতে পিকআপ ভ্যানের ধাক্কায় মো. আবু বক্কর (১৭) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে উপজেলার কালীপুর ইউপির রামদাশ মুন্সির হাটস্থ প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

জানা যায়, মঙ্গলবার রাত ৯ টার দিকে বাঁশখালীর প্রধান সড়কস্থ কালীপুর রামদাশ মুন্সির হাটের সামনে রাস্তায় লবন বোঝাই একটি পিকআপ ভ্যানের সাথে ধাক্কা লাগে একটি চলন্ত মোটরসাইকেলের। এ সময় লবন পানিতে পিচ্ছিল রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যায় মোটরসাইকেলটি। 

এতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গুরুত্বর আহত স্কুল শিক্ষার্থী আবু বক্করের মৃত্যু হয়। নিহত স্কুল শিক্ষার্থী মো. আবু বক্কর সাতকানিয়া উপজেলা এওচিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড পাহাড়তলী গ্রামের আলী নগর এলাকার কুল্লালপাড়ার আবু ছিদ্দিকের ছেলে বলে জানা যায়। 

এছাড়াও সে সাতকানিয়া উপজেলার দক্ষিণ কাঞ্চনা নূর আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র বলে জানা যায়।

এ বিষয়ে বাঁশখালী থানার ওসি কামাল উদ্দিন পিপিএম জানান, ঘটনার পরপরই ঘাতক চালক পিকআপ ভ্যানটি রেখে পালিয়ে যায়। তবে আমরা পিকআপ ভ্যানটি জব্দ করে নিয়ে আসি। এছাড়াও নিহতের মোটরসাইকেলটিও আমাদের হেফাজতে রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন