ঢাকা,  মঙ্গলবার  ০৩ ডিসেম্বর ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

মেয়ের বাড়ি থেকে ফেরার পথে ট্রাক চাপায় লাশ হলেন বাবা

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১১:৫৫, ৭ ফেব্রুয়ারি ২০২৩

মেয়ের বাড়ি থেকে ফেরার পথে ট্রাক চাপায় লাশ হলেন বাবা

ছবি সংগৃহীত

নওগাঁর বদলগাছীতে ট্রাকচাপায় রফিকুল ইসলাম (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে বদলগাছী-জয়পুরহাট আঞ্চলিক সড়কের গোবরচাপা হাটে এ দুঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম উপজেলার পাহাড়পুর ইউনিয়নের গোয়ালভিটা গ্রামের আব্বাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে রফিকুল ইসলাম তার মেয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় জয়পুরহাট থেকে একটি পাথরবোঝায় ট্রাক নওগাঁর দিকে আসছিল। গোবরচাপা হাটে রাস্তার বাঁকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রফিকুলের মাথা ফেটে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তবে ঘটনাস্থলে কেউ না থাকায় ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। সংবাদ পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন