ঢাকা,  বুধবার  ২২ জানুয়ারি ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

পুলিশের হেফাজতে মৃত্যুর অভিযোগে দুই এএসআই ক্লোজ

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ২১:১৮, ১৮ জানুয়ারি ২০২৩

পুলিশের হেফাজতে মৃত্যুর অভিযোগে দুই এএসআই ক্লোজ

ফাইল ছবি

গাজীপুরে পুলিশের হেফাজতে এক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার দুই এএসআইকে ক্লোজ করা হয়েছে। 

বুধবার (১৮ জানুয়ারি) সকালে পুলিশের নির্যাতনে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যের বিচারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও ভাঙচুর করে এলাকাবাসী। এরপরই এই পুলিশ সদস্যদের ক্লোজ করা হয়।  

জানা গেছে, ক্লোজ করা পুলিশ সদস্যরা হচ্ছেন বাসন থানার এএসআই মাহবুব ও এএসআই নুরুল ইসলাম।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (অপরাধ) আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি তদন্তের জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ কমিশনার মো. দেলোয়ার হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন