ঢাকা,  বুধবার  ২২ জানুয়ারি ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

নৌকায় ভোট দেওয়া দেশপ্রেমেরই অংশ : শিক্ষামন্ত্রী

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১১:৫৮, ১৮ জানুয়ারি ২০২৩

নৌকায় ভোট দেওয়া দেশপ্রেমেরই অংশ : শিক্ষামন্ত্রী

ছবি সংগৃহীত

 

নৌকায় ভোট দেওয়াটাও এখন দেশপ্রেমেরই অংশ বলে মন্তব্য করেছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে চাঁদপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, “কারণ এর উল্টো দিকেই রয়েছে দেশ ধ্বংস, মানুষ পোড়ানো, দেশের সম্পদ নষ্ট করা। এর উল্টো দিকের বিকল্প হচ্ছে এতিমের অর্থ আত্মসাৎ করা, বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, এর উল্টো দিকের বিকল্প হচ্ছে একটি দল যার প্রধান নেতা, দ্বিতীয় প্রধান নেতাসহ সবাই অর্থ আত্মসাতের দায়ে ও অর্থপাচারের দায়ে এবং গ্রেনেড হামলার দায়ে দণ্ডিত আসামি। অতএব, নৌকাকে ভোট দেওয়া এখন দেশপ্রেমেরই অংশ।”

ডা. দীপু মনি আরও বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার করে পাঠ্যবই নিয়ে মিথ্যা রটানো হচ্ছে। এই সরকারকে যারা নানানভাবে উৎখাত করতে চায়, তারাই এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। এখন তারা নতুন শিক্ষাক্রমের পেছনে লেগেছে।”

শিক্ষামন্ত্রী বলেন, “আমাদের নতুন শিক্ষাক্রমে একজন মানুষকে তার নীতি-নৈতিকতা সম্পন্ন একজন মানবিক মানুষ হতে শেখাবে, দক্ষ মানুষ হতে শেখাবে। কাজেই, অপপ্রচারকারীদের বিরুদ্ধে একটু সতর্ক থাকবেন। আমাদের নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীরা মানবিক মানুষ হয়ে বেড়ে উঠবে।”

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন