ঢাকা,  বুধবার  ২২ জানুয়ারি ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

প্রকাশিত: ১৮:০২, ১৬ জানুয়ারি ২০২৩

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

ফাইল ছবি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় নিজ মেয়েকে (১৫) ধর্ষণের অভিযোগে আবুল কাশেম (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে রোববার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলার বজরা ইউনিয়নের রাজারামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবুল কাশেম চাটখিল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মৃত মজিবুল হকের ছেলে।

ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর মা দীর্ঘদিন প্রবাসে থাকায় তার বাবা এবং ছোট ভাই মিলে একটি ভাড়া বাড়িতে বসবাস করেন। শনিবার রাত ১টার দিকে তার বাবা মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তার চিৎকারে এলাকাবাসীর জড়ো হয়ে যায়। পরে এলাকাবাসীর সহায়তায় থানায় গিয়ে মেয়ে বাদী হয়ে বাবার বিরুদ্ধে মামলা করে। এর আগেও আবুল কাশেম মেয়েকে একাধিকবার ধর্ষণ করেন। 

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।  

বিজ্ঞাপন
বিজ্ঞাপন