ঢাকা,  বুধবার  ২২ জানুয়ারি ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

ভোলায় বাসচাপায় ট্রাকের হেলপার নিহত

প্রকাশিত: ১৯:০২, ১২ জানুয়ারি ২০২৩

ভোলায় বাসচাপায় ট্রাকের হেলপার নিহত

ছবি সংগৃহীত

ভোলার দৌলতখানে ট্রাক থেকে পড়ে বাসচাপায় মো. স্বপন (২৫) নামের এক হেলপার নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি নওগাঁর মো. মোকাররম হোসেনের ছেলে।

মো. সিহাব নামের স্থানীয় এক ব্যবসায়ী জানান, বিকেল ৪টার দিকে বাংলাবাজার রেজিস্টার অফিসের সামনে চালবোঝাই একটি ট্রাক আসে। পরে তেরপাল খুলতে গিয়ে ট্রাকের ওপর থেকে রাস্তায় পড়ে যায়। ওই সময় দৌলতখান থেকে ভোলাগামী একটি বাসের চাপায় স্বপন আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. জাকীর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন