ঢাকা,  বুধবার  ২২ জানুয়ারি ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১৩:২৫, ১১ জানুয়ারি ২০২৩

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত

ছবি সংগৃহীত

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ঢেঁপাকান্দী রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন।

বুধবার (১১ জানুয়ারি) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় রেল স্টেশনের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ এবং নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।

ভূঞাপূর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল ইসলাম জানান, দুর্ঘটনার সংবাদে ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেছে পুলিশ।

তাৎক্ষণিকভাবে হতাহতের বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি তিনি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন