ঢাকা,  বুধবার  ২২ জানুয়ারি ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

চালকের আসনে হেলপার, বাস খাদে উল্টে আহত ১৫

প্রকাশিত: ১২:১৮, ৩১ ডিসেম্বর ২০২২

চালকের আসনে হেলপার, বাস খাদে উল্টে আহত ১৫

ছবি সংগৃহীত

দিনাজপুরের নবাবগঞ্জে যাত্রীবাহী একটি খাদে পড়ে উল্টে গিয়ে ১৫ যাত্রী আহত হয়েছেন। শনিবার (৩১ ডিসেম্বর) ভোরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের ভাদুরিয়া-দিঘীরত্না নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বাসযাত্রীদের অভিযোগ, পিংকি স্পেশাল নামে বাসটি ঢাকা থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল। ভোরে দুর্ঘটনার সময় বাসটি চালাচ্ছিলেন চালকের সহকারী (হেলপার)। তিনি গাড়িটি নিয়ন্ত্রণ করতে না পেরে রাস্তার পাশে খাদে নামিয়ে দেন। এতে গাড়িটি উল্টে যায়। গাড়িতে থাকা যাত্রীরা ছিটকে পড়ে যান।

গাড়িতে থাকা নুরজাহান আক্তার পাখি নামে এক যাত্রী বলেন, ভোর রাতে হোটেলে খাওয়া দাওয়া করার পর বাসচালক তার হেলপারকে গাড়ি চালাতে দেন। তারা হয়তো নেশা করে গাড়িতে উঠেছিলেন।

আরেক যাত্রী তানজিমুর রহমান বলেন, ভোরবেলা ওই হেলপার আরও এক জায়গায় গাড়ি রাস্তার পাশে নামিয়ে দিতে ধরেছিল। তবে ব্রেক মারায় তখনও গাড়ির ভেতরে বেশ কয়েকজন যাত্রী পড়ে যায়। অল্পের জন্য আমরা বেঁচে গেছি।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।  এ ঘটনায় গুরুতর কোনো আহতের খবর তাদের কাছে নেই।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন