ঢাকা,  বুধবার  ২২ জানুয়ারি ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

বগুড়ার একটি কলেজ থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১৩:০৯, ২৯ ডিসেম্বর ২০২২

বগুড়ার একটি কলেজ থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার

ছবি সংগৃহীত

বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজ থেকে অজ্ঞাত পরিচয় (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে কলেজ ক্যাম্পাসের কমার্স ভবনের সামনে খেলার মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, বৃহস্পতিবার সকালে কয়েকজন ছাত্র ক্রিকেট খেলতে কলেজ মাঠে আসেন। এ সময় তারা মরদেহ দেখতে পেয়ে খবর দেন। মৃত ওই ব্যক্তির পড়নে জ্যাকেট, জিন্স প্যান্ট ও স্যান্ডেল আছে। মরদেহ উদ্ধারের সময় তার পকেটে পরিচয় শনাক্ত হওয়ার মতো কিছু পাওয়া যায়নি। তার শরীরে কোথাও আঘাতের চিহ্নও নেই। তবে মরদেহের পাশ থেকে আরও একজোড়া স্যান্ডেল, লাইটার, সিগারেট ও একটি পানির বোতল পাওয়া গেছে। পানির ওই বোতলের গন্ধে ধারণা কারা যায় এতে অন্য কোনো পানীয় দ্রব্য থাকতে পারে।

ওসি আরও বলেন, মরদেহের পরিচয় শনাক্তের জন্য সিআইডি ও পিবিআই এর ক্রাইম সিন এসেছে। আঙ্গুলের ছাপের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হবে। তাদের কাজ শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন