ঢাকা,  বুধবার  ২২ জানুয়ারি ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল মা-মেয়ের

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ০১:৪৪, ২৫ ডিসেম্বর ২০২২

বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল মা-মেয়ের

ছবি সংগৃহীত

খাগড়াছড়ির মানিকছড়ির গচ্ছাবিল এলাকায় গরু আনতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার গচ্ছাবিলের শাহানগড় এলাকার কুলছুমা বেগম (৩২) ও মেয়ে ইশরাত জাহান কলি (৮)।

প্রতিবেশি ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, জমি থেকে গরু আনতে গিয়ে সেখানে পড়ে থাকা খুঁটির বৈদ্যুতিক তারে অসাবধানতাবশত জড়িয়ে গিয়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু ঘটে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহনূর আলম বলেন, মা-মেয়ের মৃত্যুর খবর জানতে পেরে পুলিশ হাসপাতালে গিয়ে তাদের সুরতহাল করে ময়নাতদন্ত করে পরবর্তী আইনি কার্যক্রম শুরু করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন