ঢাকা,  শুক্রবার  ০৪ এপ্রিল ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

খিলক্ষেতে শিশুকে ধর্ষণ: পুলিশের কাছ থেকে কেড়ে নিয়ে গণপিটুনি, অভিযুক্ত কিশোরের মৃত্যু

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ০০:৫৫, ১৯ মার্চ ২০২৫

আপডেট: ০০:৫৫, ১৯ মার্চ ২০২৫

খিলক্ষেতে শিশুকে ধর্ষণ: পুলিশের কাছ থেকে কেড়ে নিয়ে গণপিটুনি, অভিযুক্ত কিশোরের মৃত্যু

ছবি সংগৃহীত

রাজধানীর খিলক্ষেতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক কিশোরকে গ্রেফতার করে পুলিশ। পরে অভিযুক্তকে থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে গণপিটুনি দিয়ে তাকে হত্যা করে উত্তেজিত জনতা।

মঙ্গলবার (১৮ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত কিশোরের নাম জান। তার বয়স আনুমানিক ১৬ অথবা ১৭ বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

ঘটনাস্থলে পৌঁছে দেখা গেছে, পুলিশের গাড়ির ওপরে উঠে অভিযুক্ত কিশোরকে মারছে উত্তেজিত জনতা। এসময় পুলিশের গাড়িটিও ভেঙে দেয় তারা।

পরে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। উত্তেজিত জনতাকে শান্ত করে মরদেহ উদ্ধার করে তারা।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন