
ছবি সংগৃহীত
ঢাকার রামপুরা বনশ্রী এলাকায় এক এক স্বর্ণ ব্যবসায়িকে গুলি করে তার সঙ্গে থাকা স্বর্ণ ও টাকার ব্যাগ নিয়ে গেছে ছিনতাইকারীরা। ওই ব্যবসায়ীর নাম আনোয়ার হেসেন (৪৩)।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী ডি ব্লকের ৭ নম্বর সড়কে নিজের বাসায় ঢোকার আগ মুহূর্তে ওই ব্যবসায়ী ছিনতাইকারীর কবলে পড়েন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ।
তিনি বলেন, “আনোয়ার হোসেন বনশ্রীতে ‘অলংকার জুয়েলার্স’ নামে একটি গয়নার দোকান চালান। প্রতিদিনের মতো তিনি রবিবার রাতেও দোকান থেকে বাসায় ফিরছিলেন। বাসায় যাওয়ার পথে তাকে তিনটি মোটরসাইকেলে করে আসা ছিনতাইকারীরা ঘিরে ধরে। এ সময় তার সঙ্গে থাকা স্বর্ণালংকার লুট করা হয়।”
ওসি আতাউর আরও বলেন, “ছিনতাইকারীরা আনোয়ারকে গুলি করে পালিয়ে যায়। এ সময় তার সঙ্গে থাকা ২০০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকাসহ একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।”
এদিকে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, তিনটি মোটরসাইকেলে করে ৬-৭ জন লোক এসে আনোয়ারকে ঘিরে ধরে। এ সময় ছিনতাইকারীরা আনোয়ারকে ছুরি মারে এবং গুলি করে। কয়েক সেকেন্ডের মধ্যে হামলাকারীরা তার ব্যাগ নিয়ে মোটরসাইকেলে চলে যায়।
আহত আনোয়ার হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, তিনি বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। তখনই তাকে গুলি করে ও কুপিয়ে তার সঙ্গে থাকা স্বর্ণ ও টাকার ব্যাগ নিয়ে যায় ছিনতাইকারীরা।
ওসি আতাউর রহমান বলেন, “এ ঘটনায় এখনও কাউকে আটক বা চিহ্নিত করা যায়নি। তবে পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থলে গিয়েছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। ছিনতাইকারীদের শনাক্ত করে তাদের দ্রুত গ্রেপ্তারের জন্য কাজ করছে পুলিশ।”