ঢাকা,  রোববার  ২৩ ফেব্রুয়ারি ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

উত্তরায় প্রকাশ্যে দম্পতিকে কোপালো কিশোর গ্যাংয়ের সদস্যরা, গ্রেপ্তার ২

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১০:২৮, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১০:২৮, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

উত্তরায় প্রকাশ্যে দম্পতিকে কোপালো কিশোর গ্যাংয়ের সদস্যরা, গ্রেপ্তার ২

ছবি সংগৃহীত

রাজধানীর উত্তরায় রিকশা থামিয়ে দুই পথচারীকে প্রকাশ্যে দা দিয়ে কুপিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নং রোডে এই ঘটনা ঘটে। এরই মধ্যে দা দিয়ে দুই পথচারীকে প্রকাশ্যে কোপানোর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যায়, সাদা ও জলপাই রংয়ের শার্ট পরিহিত দুই যুবক এক নারী ও এক পুরুষ পথচারীকে দেশীয় দা হাতে কোপাচ্ছে। 

ঘটনার পর পরেই দম্পতিকে কোপানো দুইজনকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। আটক হওয়া ব্যক্তিরা হলেন- মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২২)।

কোপের শিকার ব্যক্তিরা হলেন মকবুল ও ইফতি। মকবুল জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য তাহসিন রিয়াদের বন্ধু ছিল বলে জানা গেছে। সম্পর্কে তারা স্বামী-স্ত্রী। তাদেরকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রাতে ঘটনার বর্ণনা দিয়ে জাতীয় নাগরিক কমিটির দায়িত্বশীল সদস্য হাসান মঈন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। দুজনকে আটক করা হয়েছে। এই হামলার পেছনে যারা জড়িত তাদেরকে শেকড় থেকে বের করে আনতে হবে। 

তিনি আরও জানান, কিশোর গ্যাং গ্রুপটির সদস্যরা সেক্টরের ভেতরে উচ্চশব্দে মোটরসাইকেলের হর্ন বাজিয়ে যাচ্ছিল। এসময় রিকশা থেকে মকবুল ও ইফতি প্রতিবাদ করায় ২০/২৫ জনের একটি কিশোর গ্যাং বাহিনীকে জড়ো করে তাদেরকে কোপানো হয়। 

 

অন্যদিকে, কিশোর গ্যাংয়ের ওই গ্রুপটি টঙ্গী এলাকার বলে জানিয়েছে স্থানীয়রা। সন্ধ্যার পর পর উত্তরা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্পটে সংঘবদ্ধভাবে ছিনতাইয়ে জড়িত চক্রের সদস্য বলে জানা গেছে। 

এদিকে জনসম্মুখে দুই পথচারীকে দা দিয়ে কোপানোর ভিডিওতে দেখা যায়, ক্ষিপ্ত হয়ে দুই যুবক ওই স্বামী-স্ত্রী দম্পতিকে হাতে থাকা দা দিয়ে আঘাত করছে। এসময় জীবন বাঁচাতে ওই নারীকে হাত জোড় করে সন্ত্রাসীদের কাছে মাফ চাইতে দেখা গেছে। 

ঘটনার সময় পাশে থাকা একটি মোটরসাইকেলকেও দেখা গেছে। পরে স্থানীয়রা ধাওয়া দিলে সন্ত্রাসীরা সেক্টরের বিভিন্ন রোড ধরে পালিয়ে গেলেও দুজনকে আটক করে স্থানীয়রা। এ সময় আটককৃতদের গণপিটুনি দিয়ে সেনাবাহিনীর মধ্যস্থতায় উত্তরা পশ্চিম থানা পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনতা। 

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন