ঢাকা,  রোববার  ২৩ ফেব্রুয়ারি ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

সাবেক এমপি ছানোয়ারসহ তিন আ. লীগ নেতা গ্রেপ্তার

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৯, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

সাবেক এমপি ছানোয়ারসহ তিন আ. লীগ নেতা গ্রেপ্তার

ছবি সংগৃহীত

রাজধানীর ভাটারায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় টাঙ্গাইল-৫ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন (৫৪) সহ তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে ডিএমপির ভাটারা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত অন্য দুইজন হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আবু মুসা আনসারী (৫৬) ও ভাটারা থানার ৪০ নং ওয়ার্ডের সহ-সভাপতি মো. সালাউদ্দিন সালেক ওরফে সালেক ঢালী (৫৮)।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত থেকে রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত ভাটারা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

ভাটারা থানা সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট সকাল আনুমানিক ১০ টার দিকে ভাটারা থানাধীন জে ব্লকের ৯নং রোডের পাকা রাস্তার উপর বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী মিঠুন ফকির (২৮) হামলায় আহত হন।

এ ঘটনায় তিনি বাদী হয়ে গত ১৯ ডিসেম্বর ভাটারা থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত মো. সালাউদ্দিন সালেক ওরফে সালেক ঢালী ওই মামলায় এজাহারনামীয় আসামি। আর সাবেক এমপি মো. ছানোয়ার হোসেন ও মো. আবু মুসা আনসারী ওই মামলার সন্দিগ্ধ আসামি।

পুলিশ জানায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ভাটারা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ছানোয়ার হোসেন, আবু মুসা আনসারী ও মো. সালাউদ্দিন সালেককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন