ঢাকা,  বুধবার  ২২ জানুয়ারি ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

তিন মাসে রাজধানীতে অন্তত ৬৮ খুন,৭৮ ধর্ষণ

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ২৩:২৫, ১৭ নভেম্বর ২০২৪

তিন মাসে রাজধানীতে অন্তত ৬৮ খুন,৭৮ ধর্ষণ

ছবি সংগৃহীত

রাজধানীতে আশঙ্কাজনকভাবে বেড়েছে চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ। গত তিন মাসে গণপিটুনিতে খুন হয়েছেন অন্তত ৬৮ জন। বিভিন্ন অপরাধে ঢাকায় মামলা হয়েছে ১৯৬টি। এসব অপরাধের কারণে উদ্বেগ বেড়েছে নগরবাসীর।

অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রয়োজন কঠোর আইন প্রয়োগ। আর মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কারাগারগুলো অপরাধ সংশোধনীর কেন্দ্রে পরিণত করতে না পারলে নিয়ন্ত্রণ সম্ভব নয়। 

গত ৫ আগস্ট পরবর্তী সময়ে পুলিশের অনুপস্থিতি এবং পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিয়ে দেশের বিভিন্ন এলাকায় অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। ছিনতাই, ডাকাতি ও হত্যাকাণ্ড জনমনে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে।

ডিএমপির তথ্য বলছে, আগস্টে ১১৯টি, সেপ্টেম্বরেই হয়েছে সর্বোচ্চ ১৪৮টি, অক্টোবরে ৫৮টি খুনের মামলা হয়েছে। এছাড়া গত তিন মাসে দস্যুতার মামলা ৩৯টি, ডাকাতি ১৪টি, অপহরণের ৪৭টি ও চুরির মামলা হয়েছে ৯৬টি। 

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের তথ্যমতে, গত তিন মাসে গণপিটুনিতে খুন হন ৬৮ জন, ধর্ষণের ঘটনা ৭৮টি।

মানবাধিকার সংগঠন অধিকারের তথ্যমতে, ৯ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রাজনৈতিক সহিংসতায় প্রাণ গেছে ৫২ জনের। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৬৭ জন গণপিটুনিতে নিহত হন। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, ৫ আগস্টের পর থেকে আইন-শৃংখলা পরিস্থিতির অবনতির কারণে অপরাধ বেড়েছে। 

অপরাধের সাথে জড়িয়ে আছে একজন মানুষের মানসিক স্বাস্থ্যের বিষয়টিও। এ কারণে অপরাধী হয়ে ওঠার কারণ জেনে ব্যবস্থা নেয়া গেলে সমাজ থেকে অপরাধ কমানো সম্ভব বলে মনে করেন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. হেলাল উদ্দিন আহমেদ। 

অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রনে সরকার আরো কঠোর ভূমিকা নেবে বলে মনে করেন নগরবাসী।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন