ঢাকা,  বুধবার  ২২ জানুয়ারি ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

রাজধানীতে কবে আসছে শীত, জানাল আবহাওয়া অফিস

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৯, ১৭ নভেম্বর ২০২৪

রাজধানীতে কবে আসছে শীত, জানাল আবহাওয়া অফিস

ছবি প্রতিকী

দেশের উত্তরাঞ্চলে তাপমাত্রা কমতে শুরু করেছে। সেই সঙ্গে বাড়ছে কুয়াশাও। ফলে অনুভূত হচ্ছে শীত। যদিও ঢাকায় এখনো শীতের আমেজ তৈরি হয়নি।

তবে ডিসেম্বরের শুরু থেকে ঢাকায় তাপমাত্রা কমতে শুরু করবে। আর এই মাসের মাঝামাঝি সময়ে শীত জেঁকে বসতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ শাহনাজ পারভিন।

তিনি বলেন, নভেম্বরের শেষ সপ্তাহে রাতে ঠাণ্ডা অনুভূত হবে এবং দিনের তাপমাত্রা কমতে শুরু করবে। আর ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঢাকায় শীতের প্রকৃত অনুভূতি শুরু হতে পারে।

আর জানুয়ারির মাঝামাঝি সময়ে সবচেয়ে বেশি ঠাণ্ডা পড়ার সম্ভাবনা রয়েছে। 

এদিকে আজ রবিবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে তাপমাত্রা কমতে পারে। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝরি ধরনের কুয়াশা পড়তে পারে। 

অন্যদিকে রবিবার পঞ্চগড়ে এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

সকাল ৮টা পর্যন্ত ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল বিস্তীর্ণ এই জনপদ। এই সময়ে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে যানবাহনগুলোকে।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন