রাজধানীর চকবাজারের ইসলামবাগে রাসায়নিক গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় শনিবার (২৩ মার্চ) সকাল ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এসব তথ্য জানান। তিনি বলেন, চকবাজারের ইসলামবাগে একটি রাসায়নিক গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
এর আগে রাত সাড়ে ৩টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ৫ মিনিটের মধ্যে প্রথম ইউনিট পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের মাত্রা বেশি হওয়ায় এরপর আরও আটটি ইউনিট পাঠানো হয়।
এদিকে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।