ঢাকা,  বৃহস্পতিবার  ১৩ মার্চ ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

চার দিনের সফরে আজ বাংলাদেশ আসছেন জাতিসংঘের মহাসচিব

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৩, ১৩ মার্চ ২০২৫

আপডেট: ০৯:৩৫, ১৩ মার্চ ২০২৫

চার দিনের সফরে আজ বাংলাদেশ আসছেন জাতিসংঘের মহাসচিব

ফাইল ছবি

চার দিনের সফরে আজ (১৩ মার্চ) বাংলাদেশ আসছেন জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস। 

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকার বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান শুক্রবার (১৪ মার্চ) সকাল ৯টায় হোটেলে জাতিসংঘ মহাসচিবের  সঙ্গে দেখা করবেন।

পরে জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. ইউনূসের সাথে বৈঠক করবেন। শুক্রবার প্রধান উপদেষ্টাসহ প্রায় এক লাখ রোহিঙ্গার সাথে ইফতারেও যোগ দেবেন জাতিসংঘের মহাসচিব।

এছাড়া, সংস্কার কার্যক্রমে জাতিসংঘের সমর্থন-সহযোগিতা নিয়ে প্রধান উপদেষ্টা, নাগরিক সমাজসহ বিভিন্ন অংশীজনের সাথেও বৈঠক করবেন।ঐকমত্য কমিশনের সাথেও বৈঠক করবেন আন্তনিও গুতেরেস।

জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে রোহিঙ্গা সমস্যা আবারও বিশ্বের সামনে আসবে বলে আশা করছে সরকার।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন