ঢাকা,  রোববার  ২৩ ফেব্রুয়ারি ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

অন্তর্বর্তী সরকারের সময়েও বাংলাদেশের গণমাধ্যম ’হুমকি ও হামলার শিকার’: সিপিজে

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১১:১১, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১১:১১, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

অন্তর্বর্তী সরকারের সময়েও বাংলাদেশের গণমাধ্যম ’হুমকি ও হামলার শিকার’: সিপিজে

ছবি সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের পতনের ছয় মাস পরেও বাংলাদেশের সাংবাদিকেরা তাদের কাজের জন্য হুমকি পাচ্ছেন এবং হামলার শিকার হচ্ছেন, এসব তথ্য তুলে ধরেছে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টসের (সিপিজে)।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) নিজেদের ওয়েবসাইটে বাংলাদেশের গণমাধ্যমের সাম্প্রতিক অবস্থা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা এই আন্তর্জাতিক সংগঠন।

প্রতিবেদনে বলা হচ্ছে, এখনও সুপারিশ পর্যায়ে থাকা সাইবার সুরক্ষা অধ্যাদেশ ও তথ্য সংরক্ষণ অধ্যাদেশ যদি আইনে পরিণত হয় তা গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সিপিজে বলছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ওপর বড় আশা থাকলেও, এখন সাংবাদিক ও গণমাধ্যম প্রতিনিধিরা এই দুই আইন নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন।

আরও বলা হয়েছে, সম্প্রতি দায়িত্ব পালনের জন্য সংবাদিকদের মারধর, হয়রানি ও ফৌজদারি তদন্তের মুখে পড়তে হয়েছে। বাংলাদেশের শরীয়তপুর, লক্ষ্মীপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে।

সিপিজের এশিয়া প্রোগ্রামের সমন্বয়ক বেহ লিহ ই বলেছেন, "গণমাধ্যমের দৃঢ় ভূমিকা ছাড়া গণতন্ত্র ঠিকভাবে প্রস্ফুটিত হতে পারে না।"

সাংবাদিক এবং তাদের স্বাধীনভাবে সংবাদ প্রকাশের অধিকারের যে প্রতিশ্রুতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দিয়েছে, তা অবশ্যই পূরণ করতে হবে বলে জানান তিনি।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন