ঢাকা,  রোববার  ২৩ ফেব্রুয়ারি ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

যে জাতি ইতিহাস স্মরণ রাখে না, সে জাতির ভবিষ্যত নেই: ড. ইউনূস

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১০:০১, ১১ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১০:০২, ১১ ফেব্রুয়ারি ২০২৫

যে জাতি ইতিহাস স্মরণ রাখে না, সে জাতির ভবিষ্যত নেই: ড. ইউনূস

ফাইল ছবি

বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১০ ফেব্রুয়ারি) নিজ কার্যালয়ে জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের সাথে সাক্ষাতে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, জুলাই-আগস্টে এক নতুন ইতিহাস তৈরি হয়েছে। যে জাতি ইতিহাস স্মরণ রাখে না, সে জাতির ভবিষ্যত নেই বলে মন্তব্য তার।

তিনি আরও জানান, জুলাই স্মৃতি পরিদপ্তরের মাধ্যমে অভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রাতিষ্ঠানিকভাবে দায়িত্ব নেয়া হবে। বিভাজন যেন তৈরি না হয়, এজন্য সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন