ঢাকা,  শুক্রবার  ১৪ মার্চ ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা হস্তান্তর 

প্রকাশিত: ১৪:৪৩, ৫ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৪:৪৩, ৫ ফেব্রুয়ারি ২০২৫

বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা হস্তান্তর 

ছবি সংগৃহীত

বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিচারবিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী প্রতিবেদনগুলো হস্তান্তর করেন।   

সংস্কার কমিশনের প্রতিবেদন কী রয়েছে তা বিস্তারিত জনা যায়নি। তবে গতকাল মঙ্গলবার জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী জানিয়েছিলেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে শতাধিক সুপারিশ রয়েছে।

এসব সুপারিশ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ও সমর্থন সাপেক্ষে বাস্তবায়ন করতে চায় অন্তর্বর্তী সরকার।

উল্লেখ্য, গত ৮ আগস্ট সরকার গঠন করার পর রাষ্ট্রের বিভিন্ন খাতের সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠন করা হয়।

এর মধ্যে গত ১৫ জানুয়ারি নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কারে গঠিত কমিশন প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দেয়।

আর বাকি দুই সংস্কার কমিশন প্রধান প্রতিবেদন জমা দিলেন আজ (বুধবার)।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন